নেত্রকোনা প্রতিনিধি
মদনে ২ নং চাঁদগাও ইউনিয়নের শাহাপুর পূর্বপাড়া গ্রামে ইজিবাইক চালককে অজ্ঞান করে ইজিবাইকটি নিয়ে যাওয়ার সময় চোরকে হাতেনাতে ধরে স্হানীয় এলাকাবাসী ।
জানা যায়, ইজিবাইক চালক কেন্দুয়া থানার আসুজ্যা ইউনিয়নের ভগবতীপুর গ্রামের ইসলাম উদ্দিন এর ছেলে তোফাজ্জল হোসেন(১৬)।
তাকে অজ্ঞান করে মদন নেত্রকোনা বাস স্টেশনের কাছে ওয়ারকালের ব্রিজের পাশে ইজিবাইক চালককে অজ্ঞান করে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালানোর সময় এলাকাবাসীর চোখে পড়ে । তখন হাতে নাতে ধরে এলাকার জনগণ।
অজ্ঞান কারী ইজি বাইক চোর কেন্দুয়া থানার সরিষাবাড়ী ইউনিয়নের মাসুম পুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে মামুন (২৫) ।
ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার বলেন, ইজিবাইক চালক তোফাজ্জলকে অজ্ঞান করে, ইজিবাইকি নিয়ে পালানোর সময় এলাকাবাসী হাতে নাতে ধরে , খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন , অভিযোগ কারীর অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply