নিজস্ব প্রতিবেদক :
স্থানীয় ইউপি নির্বাচন তফসিল ঘোষণা হওয়ায় । মদনের তফসিল ঘোষণা না হলেও গ্রামগঞ্জে চায়ের দোকানে দোকানে জমে উঠেছে নির্বাচনী হাওয়া । আওয়ামী রাজনীতির বঙ্গবন্ধুর আদর্শের ফতেপুর ইউনিয়নের রাজপথের লড়াকু সৈনিক
নেত্রকোনার মদনের ৮ নং ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী বজলুর রশিদ চৌধুরি ( টুটন)! ।
ফতেপুর ইউনিয়নে সরজমিনে গেলে সাধারণ ভোটাররা জানান, ফতেপুর ইউনিয়নে যোগ্য ব্যক্তি যাকে আমরা সুখে দুঃখে সব সময় পাশে পাই তিনি হলেন, বর্তমান আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড সভাপতি ফজলুর রশিদ চৌধুরী (টুটন) তাকে আমরা সবসময় পাশে পাই ।
এবার আমরা তাকে চেয়ারম্যান পদে নৌকার প্রতীকে এলাকাবাসী দেখতে চাই। তিনি নৌকার প্রতীক পেলে আমরা তাকে ভোটের মাধ্যমে বিজয়ী করবো এলাকাবাসী ।
o
সৎ নিষ্ঠ আদর্শবান সকলের পরিচিত মুখ এবার আমরা সাধারন জনগন এমন ধরনের লোককে
৮ নং পতেপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়নে দেখতে চাই।
যার দ্বারা এই এলাকার উন্নয়ন ধারা অব্যাহত থাকবে সমাজকে সুশিক্ষায় ,শিক্ষিত করবে রাস্তাঘাট উন্নয়ন করবে , মাদক ও বাল্যবিবাহ মুক্ত করবে, দুর্নীতিমুক্ত করবে সমাজকে , কথা দিয়ে কথা রাখবেন এমন ধরনের লোক কে নৌকার মনোনয়ন নিয়ে ফতেপুর ইউনিয়নে আমরা সাধারন জনগন দেখতে চাই ।
এসব জনগণের অঙ্গীকারবদ্ধ কথার ব্যাপারে জানতে চাইলে ৮ নং পতেপুর ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে বজলুর রশিদ চৌধুরি (টুটুন) বলেন, আমি কাজে বিশ্বাসী বঙ্গবন্ধুর সৈনিক আওয়ামী লীগ আমার প্রাণ
জনগণই হল সকল ক্ষমতার উৎস । জনগণই পারেন, সম্মানিত আসনে আসনিতো করতে, তবে আমি আশাবাদী নৌকার মনোনয়ন পেলে ৮ নং ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে নৌকার প্রতীকে ভোট দিবে আমি বিজয়ী হব ইনশাল্লাহ ।
Show quoted text
Leave a Reply