নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোনা জেলার মদন উপজেলা ময়মনসিংহ থেকে ২.৪ আনা স্বর্ণ চুরি করে এনে বিক্রি করে মদনে,এ ঘটনাটি ঘটিয়েছে মদন থানাদিন ঘাটুয়া গ্রামে মালেক আকন্দের মেয়ে ছদ্ম নাম মুন্নি পরে জানা যায় তার আসল নাম রাজিয়া আক্তার( ৩৫),তার কথিত স্বামী আব্দুল জব্বার (৪০)।
বাড়ির মালিক চান মিয়া বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি থানা চুরির একটি মামলা দায়ের করেন ,মামলা নং ৩৮০/৪৫৪ ।
মামলা সূত্রে জানা যায়, গত ১লা জুলাই চরকালিবাড়ি গ্রামে চান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠে , কথিত ছদ্মনামে মুন্নি আসল নাম রাজিয়া আক্তার ও স্বামী আব্দুল জব্বার । স্বামী-স্ত্রী পরিচয়ে দীর্ঘ চার মাস বসবাস করে ঐ ভাড়াটিয়া বাসায়।
গত ১৯ নভেম্বর বাড়ির মালিক টয়লেটে গেলে এ সুযোগে ঘরে ঢুকে ছদ্মনাম মুন্নি আসল নাম রাজিয়া আক্তার ২ বরি ৪ আনা স্বর্ণ ও নগদ ২৫ হাজার টাকা চুরি করে বাসা থেকে পালিয়ে চলে আসে মদনে।
বাড়ির মালিক চান মিয়া টাকা ও স্বর্ণ না পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে যে তার ভাড়াটিয়া ছদ্মনাম মুন্নি , পরে রাজিয়া আক্তার স্বর্ণ ও টাকা চুরি করেছে।
উক্ত স্বর্ণ ও টাকা রাজিয়া আক্তারের স্বীকারোক্তিতে তাকে আটক করে ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশ ও স্বামী আব্দুল জব্বার কে জেল হাজতে প্রেরণ করে।
ময়মনসিংহের কোতোয়ালি থানার এস আই আবুল কাশেম ও মদন থানা এস আই আব্দুল আজিজ এর যৌথ প্রশাসনের সহযোগিতায় মদন জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজারের শ্যামসুন্দর স্বর্ণ শিল্পালয় থেকে ৭ আনা স্বর্ণ ও বুড়া পীর জুয়েলার্স থেকে ১০আনা ৩ রতি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে জানতে চাইলে, মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ফেরদৌস আলম তিনি বলেন, কোতোয়ালি থানা আমাকে অবগত করলে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার থেকে ১ বরি ৩ রতি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয় ।
Leave a Reply